শিরোনাম
কুড়িগ্রামে করোনায় নিয়ম মানছেন না পথচারীরা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৯:২৬
কুড়িগ্রামে করোনায় নিয়ম মানছেন না পথচারীরা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশব্যাপী দ্বিতীয় দফা করোনার ব্যাপ্তি ছড়িয়ে যাওয়ার পর সরকারের দেয়া নির্দেশাবলী মানছেন না কুড়িগ্রামের বেশিরভাগ মানুষ। গণ-পরিবহণ, হাটবাজার ও কর্মস্থলে অনেকেই মাক্স ব্যবহার করছেন না। জনসমাগমও এড়িয়ে চলার ল²ন কম দেখা যাচ্ছে।


এই পরিস্থিতিতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনমানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রাম জেলা পুলিশ বাসটার্মিনাল ও হাট-বাজারগুলোতে অভিযান শুরু করেছে। তারা মাক্স বিতরণ ও হ্যান্ড সেনিটাইজারসহ পথচারীদের সচেতনতার পাশাপাশি নিয়ম না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর অবস্থানের কথা ঘোষনা করেন।


এসময় উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মো. রুহুল আমিন, এএসপি কল্লোল দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, টিআই সরোয়ার, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com