শিরোনাম
প্রধানমন্ত্রীকে কটূক্তি, নাটোরে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ০৮:৩৪
প্রধানমন্ত্রীকে কটূক্তি, নাটোরে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে ভিডিও প্রচারের অভিযোগে আল আমিন (২৪) নামের এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার রাতে উপজেলার সোনাপুর মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার থেকে তাকে গ্রেফতার করা হয়।


এর আগে ওই শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।


গ্রেফতার শিক্ষক আল আমিন বগুড়ার শেরপুর উপজেলার কেল্লাকুশি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।


বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) আবু সাদাত জানান, হেফাজতে ইসলামের হরতাল সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে পুলিশ প্রশাসন ও ছাত্রলীগকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেন কওমী মাদরাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম মুকুল। সেই বক্তব্যের ভিডিও একই মাদরাসার সহকারি শিক্ষক আল আমিন তার ফেসবুক আইডিতে প্রচার করেন।


এ ঘটনায় স্থানীয় আনসার আলী নামের একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ শিক্ষক আল আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারের পরদিন বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com