শিরোনাম
বিষাক্ত পুকুরে মাছ ধরতে নেমে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ৩০ মার্চ ২০২১, ১৫:২৭
বিষাক্ত পুকুরে মাছ ধরতে নেমে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত বিথী (১১) উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ও রিথী (১২) একই এলাকার শাহজাহান প্রামানিকের মেয়ে। উভয়ই ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।


পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভায়াট গ্রামে লিজকৃত পুকুরে গতকাল রবিবার রাতে বিষ দেন মালিক আব্দুল বরাত। মঙ্গলবার সকাল থেকেই স্থানীয়রা ওই পুকুরে নেমে মাছ মারছিল। এতে বিথী ও রিথীসহ বেশ কয়েকজন শিশুও ওই পুকুরে মাছ ধরতে যায়।


সেখানে মাছ ধরার একপর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। মাছ মারা শেষে অন্যরা উঠে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।


খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই পুকুরে নেমে খোঁজা শুরু করেন। এ সময় পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।


তবে স্থানীয়দের ধারণা, পুকুরের বিষাক্ত পানিতে নিশ্বাস নিতে না পেরে তাদের মৃত্যু হয়েছে।


তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, লোকমুখে শুনেছি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com