শিরোনাম
ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পথনাটক মঞ্চস্থ
প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ২২:১৫
ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পথনাটক মঞ্চস্থ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে মঞ্চস্থ করা হয়েছে পথনাটক ‘নারী শালিশদার’।


আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে রোববার দুপুরে সদর উপজেলার রাকু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা ও মোকাবেলা প্রকল্প।


সমাজে নারীদের যৌতুক, ইভটিজিং, যৌনহয়রানি বন্ধে ও এর সুষ্ঠু বিচার পেতে শালিসে নারী নেতৃবৃন্দের অংশহনের তাৎপর্য বিষয়ক এ নাটকে সংস্থাটির সদস্যরা অংশ নেয়। ঘন্টা ব্যাপী চলা এই নাটকে উঠে আসে সমাজের নানা অসংগতি, অনিময়। নাটকটি উপভোগ করেন ওই এলাকার শতাধিক শিশু, নারী ও বয়স্করা।


প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা জানান, আন্তজার্তিক নারী নিবস উপলক্ষে নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সচেতন করতেই এ আয়োজন।


বিবার্তা/কোরবান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com