
শিল্প কারখানায় চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকায় এডিসন ইন্ড্রাষ্ট্রিয়াল লিমিটেড গ্রুপের এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরো বলেন, সাভার ও আশুলিয়ার শিল্প কারখানার মালিক নিবিঘ্নে ব্যবসা পরিচালা করে আসছে, ব্যবসা প্রতিষ্ঠা কোন চাঁদাবাজি নেই। দেশে শান্তি শৃঙ্খলা থাকলে অনেক উন্নয়ন হয় বলেও বলেন তিনি।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন এডিসন ইন্ড্রাষ্ট্রিয়াল লিমিটেড এর চেয়ারম্যান আমিনুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদসহ আরো অনেকে।
বিবার্তা/শরীফুল/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]