
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ২টি বগি লাইনচ্যুতের সাড়ে ৮ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাত দেড়টার দিকে এ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমাবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এঘটনার সাড়ে ৪ ঘন্টা পর উদ্ধার কাজ শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু করে। দূর্ঘটনায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
কোটচাঁদপুর ষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, বিকাল ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দনবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের ২টি বগি লাইচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ। এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি
বিবার্তা/রায়হান/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]