শিরোনাম
সিলেটে করোনা শনাক্ত আরো ১৫ জন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:২১
সিলেটে করোনা শনাক্ত আরো ১৫ জন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে এক জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭৭ জন।


শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।


স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, মৌলভীবাজারে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।


স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৩৪৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৪৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩০জন।


সিলেটের চার জেলায় ২৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২৪জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com