শিরোনাম
দিনাজপুরে মুজিব শতবর্ষে ৩০২২টি পরিবার পেলেন মাথা গোঁজার ঠাঁই
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:২৭
দিনাজপুরে মুজিব শতবর্ষে ৩০২২টি পরিবার পেলেন মাথা গোঁজার ঠাঁই
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে দিনাজপুরে প্রথম পর্যায়ে তিন হাজার ২২টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারের কাছে বাড়ির মালিকানার দলিল তুলে দেয়া হয়েছে।


শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কাছ থেকে পরিবারগুলো মাথা গোজার ঠাঁই ঘরবাড়ি উপহার পেয়েছে।


দিনাজপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রথম দফায় ১৫৮টি পরিবারের কাছে সেমিপাকা ঘরবাড়ির দলিল হস্থান্তর করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম মাগফুরুল হাসান আব্বাসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগসহ অন্যান্যরা।


এছাড়াও বিরল বোচাগঞ্জ এবং হাকিমপুরসহ জেলার ১৩টি উপজেলায় আলাদাভাবে তুলে দেয়া হয়েছে তিন হাজার ২২টি পরিবারকে বাড়ির মালিকানার দলিল। একক গৃহ নির্মাণে প্রথম পর্যায়ে চার হাজার ৭৬৪টি ঘর নির্মাণের অর্থ মিলেছে ৮১ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকা। দিনাজপুর জেলায় ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে ঘরের মালিকানা তুলে দেয়ার তালিকা প্রণয়ন করেছে জেলা প্রশাসন। গড়ে তোলা হচ্ছে ১৭২টি “জয় বাংলা ভিলেজ”।


অন্যদিকে পৃথক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদরের দরিদ্র কৃষকের ৬৬টি গ্রুপকে ১৫৯টি উন্নতমানের কৃষিযন্ত্রপাতি এবং পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ২১টি বাইসাইকেল তুলে দেন।


বিবার্তা/শাহী/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com