শিরোনাম
গৌরীপুরে ১০২ গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ১৫:০৪
গৌরীপুরে ১০২ গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থ অসহায় ১০২টি পরিবার পাচ্ছে পাকাঘর।


বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এসব নির্মাণাধীন ঘর পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।


সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান জানান, উপজেলা সিধলা ইউনিয়নে ৭ জন, মইলাকান্দা ইউনিয়নের ৫ জন, গৌরীপুর ইউনিয়নৈর ১৫ জন, ডৌহাখলা ইউনিয়নে ৪ জন, রামগোপালপুর ইউনিয়নে ৪ জন, ভাংনামারী ইউনিয়নে ৩০ জন, বোকাইনগর ইউনিয়নে ৩ জন, অচিন্তপুর ইউনিয়নে ৮ জন, সহনাটী ইউনিয়নে ৮ জন ও মাওহা ইউনিয়নের ১৪ জন দুঃস্থ গৃহহীন মানুষের পাকাঘর পাচ্ছেন


তাতকুড়া গ্রামের ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল হেলিমের স্ত্রী সুমি আক্তার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হইছিলো দেইখ্যা হাক্কাঘর (পাকাঘর) হাইল্যাম। হাক্কাঘরে হুততারবাম। হেইল্যা বহুতদিন প্রধানমন্ত্রী থাওক, মাইষের উহোগার হইবো। চুড়ালী গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী মোছাঃ সাহারা খাতুনও খোলা আকাশের নিচে দু’হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।


এসময় গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ইউএনও মোঃ হাসান মারুফ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।


বিবার্তা/হুমায়ুন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com