
রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ ৯ মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
আটকরা হলেন: হেলাল উদ্দিন (২৪), ঝুমুর আক্তার (২০), আশিক মিয়া (২৪), শাহ আলম (২৪), শরিফ (৪৫), শফিকুল ইসলাম (২৩), হেলাল উদ্দিন (২৮), আমজাদ হোসেন (৫৫) ও মাহাবুব আলম (৩৬)।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, আটকরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটক নয়জনের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]