শিরোনাম
ঋণ ও চাকরির নামে অর্ধকোটি টাকা নিয়ে উধাও
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৪:১৬
ঋণ ও চাকরির নামে অর্ধকোটি টাকা নিয়ে উধাও
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের ঘিওরে ভুয়া প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের ঋণ ও চাকরি দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


গ্রেফতাররা হলেন, প্রতিষ্ঠানের ক্যাশিয়ার সাভারের আশুলিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ওরফে পরশ শিকদার (৪১) এবং পরিচালক নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সম্রাট (৩৪)।


পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, উপজেলার বানিয়াজুরি এলাকায় সম্প্রতি ‘ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিমকো গ্রুপ’ নাম দিয়ে একটি অফিস খোলে ওই প্রতারক চক্র। এরপর শতাধিক গ্রাহকের কাছ থেকে ঋণ দেয়ার নামে ৫ থেকে ১০ হাজার টাকা করে সঞ্চয় গ্রহণ করে।


একইসঙ্গে এলাকার বেকার বেশ কিছু ছেলে-মেয়েকে ওই প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে জামানত বাবদ টাকা আদায় করে। সব মিলেয়ে তারা প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করে অফিস গুটিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা এ ব্যাপারে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন।


ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রতারক চক্রটিকে ধরতে তারা মাঠে নামেন। সোমবার রাতে সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক কর হয়। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেওঅভিযান চলছে বলে জানান তিনি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com