
তৃতীয় দফায় ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদ প্রার্থী মো. শাহাজান আলীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ সহিদুজ্জামান সেলিম ও পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম জিরেকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।
সোমবার ঝিনাইদহ জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোটচাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে দুই বিদ্রোহী প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আ,লীগের গঠন তন্ত্রের ৪৭ (ঠ) ধারা অনুযায়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক মোঃ সহিদুজ্জামান সেলিম (মোবাইল ফোন) প্রতীক ও মোঃ জাহিদুল ইসলাম জিরে (নারিকেলগাছ) প্রতীক নিয়ে পৌর নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় আ.লীগ থেকে বহিস্কার করা হয়েছে। এদের সাথে আ.লীগের আর কোন সম্পর্ক নাই। নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারী কোটচাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/রায়হান/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]