
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফেনসিডিল ও মদসহ এরশাদ আলী (৩৬) নামে এক মাদককারবারিকে আটক রেছে র্যাব। এসময় ১৫০ বোতল ফেনসিডিল ও প্রায় ৫ লিটার (৮ বোতল) ভারতীয় মদ উদ্ধার হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) ভোররাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একই এলাকার সিরাজ মন্ডলের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদককারবার ও পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে সীমান্তের মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় ১৫০ বোতল ফেনসিডিল ও ৪.৮ লিটার মদসহ এরশাদ আলীকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
বিবার্তা/শরীফুল/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]