শিরোনাম
চুরি যাওয়া শিশু ফিরে পেলো মায়ের কোল
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ১২:৪৪
চুরি যাওয়া শিশু ফিরে পেলো মায়ের কোল
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস বয়সী শিশু তাইয়েবাকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়ার আট দিন পর বুধবার রাতে উপজেলার কচুগাড়ি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।


এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি মো. আবদুর রাজ্জাক।


ওসি বলেন, ‘বুধবার রাতে উপজেলার কচুগাড়ি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে তার মা শিশুটিকে নিজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।’


গত ২৩ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে আসা এক নারীর দুই মাসের ওই কন্যা শিশুটি চুরি হয়ে যায়। চুরি যাওয়া শিশু তাইয়েবার মা সীমা বেগমের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে। তিনি তৌফিজ মোল্লার স্ত্রী।


শিশুটির মা সীমা বেগম জানান, ‘আমার তিন ছেলেমেয়ে। গত দুই মাস আগে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে তাইয়েবা। তার বয়স বর্তমানে দুই মাস। ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসা নিতে তাইয়েবাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম। চিকিৎসা নেয়ার পর হাসপাতালের বাহিরে দাঁড়ালে অজ্ঞাত এক নারী তার সন্তানকে দেখার জন্য তার কাছ থেকে নেয়। অজ্ঞাত নারীর কাছে সন্তান রেখে বহির্বিভাগে যান। ৩-৪ মিনিট পর ফিরে এসে দেখেন তার শিশুসহ ওই নারী নেই। কিছুক্ষণ হাসপাতালের চারপাশ এবং মেইন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি।’


ঘটনা জানার পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। আট দিন পর বুধবার রাতে মায়ের কোলে ফিরে আসে শিশু তাইয়েবা।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com