শিরোনাম
হিলিতে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ২৩:০১
হিলিতে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলিতে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে ৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির আয়োজনে বুধবার বেলা ১২টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।


হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী পারুল নাহার, সাবেক ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হোসেনসহ অনেকে।


এসময় সভায় বক্তারা বলেন, আজকে দেশে গণতন্ত্র বলে কিছু নেই, মানুষের ভোটাধিকারের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ৩০ ডিসেম্বর বিনাভোটের নির্বাচন করে আজকে তারা ক্ষমতায় এসেছে। তাই আমরা গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দিনটিকে পালন করছি। আজকে দেশে আইনশৃংখলা বলে কিছু নেই, আমাদের বাক স্বাধীনতা নেই, মানুষের চলাচলের কোনো নিরাপত্তা নেই। একইসাথে আন্দোলন করে এই সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহবান জানানো হয়।


বিবার্তা/রব্বানী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com