শিরোনাম
থার্টিফার্স্ট উদযাপনে আরএমপির নির্দেশনা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২০, ০৯:২২
থার্টিফার্স্ট উদযাপনে আরএমপির নির্দেশনা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা পরিস্থিতিতে থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীতে সব অনুষ্ঠানে করোনা সংক্রান্ত সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


সোমবার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয় আরএমপি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রাজশাহী মহানগর এলাকায় ‘থার্টি ফার্স্ট নাইট’-এর সকল অনুষ্ঠানাদি করোনা সংক্রান্ত সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হতে হবে।


এ উপলক্ষে সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত মহানগরী এলাকায় সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন, আতশবাজি, পটকা ফোটানো, বিষ্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


এতে আরো বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল অনুমোদিত বার ও মদের দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com