শিরোনাম
ইউপি সদস্য হত্যা মামলায় গ্রেফতার ৫
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২০, ১৬:২০
ইউপি সদস্য হত্যা মামলায় গ্রেফতার ৫
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
পাবনায় ইউপি সদস্য বকুল শেখ হত্যা মামলায় প্রধান পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। আসামিদের মধ্যে বাবা ও তার চার ছেলে রয়েছেন।

রবিবার (২৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার সাভার থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতার আসামিরা হলেন- মৃত মাখন নিকারীর ছেলে মোখলেছ (৬৪), মোখলেছের ছেলে ডালিম (৪০), আলিম (৩৭), রুবেল (৩৫), আদেশ (৩০)। তারা পাবনা পৌর সদরের অনন্ত নিকারীপাড়া মহল্লার বাসিন্দা।

র‍্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, তার নেতৃত্বে ঢাকা জেলার সাভার থানার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, আসামিদের কাছ থেকে সাতটি মোবাইল, ছয়টি সিম কার্ড ও নগদ ৫০ হাজার ৯১৫ টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, বকুল মেম্বারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে স্থানীয় অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোবাইকের স্ট্যান্ডের দখল নিয়ে বিরোধ ছিল। এর জেরেই ইউপি সদস্য বকুল শেখকে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ, আসামিদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com