শিরোনাম
বরিশালে মাস্ক ব্যবহার না করায় ১৫ ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬
বরিশালে মাস্ক ব্যবহার না করায় ১৫ ব্যক্তিকে জরিমানা
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতিমালা কার্যকর করতে বরিশালে দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।


বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ১৫ ব্যক্তিকে ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করে।


নগরীর সদর রোডে অভিযান চালিয়ে মাস্কবিহীন ৭ জনকে ৫ হাজার ৩০০ টাকা এবং নতুন বাজার এলাকায় মাস্কবিহীন ৮ জনকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্কবিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা এড়াতে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com