শিরোনাম
টাঙ্গাইলে জঙ্গল থেকে জীবিত নবজাতক উদ্ধার
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ২১:৪২
টাঙ্গাইলে জঙ্গল থেকে জীবিত নবজাতক উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ধনবাড়ীতে জঙ্গল থেকে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (৩০ নভেম্বর) উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া সুকিপাড়া গ্রামের রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ শেষে মুসুল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে জঙ্গলে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যায়। এসময় তারা সদ্য জন্ম নেয়া একটি শিশু দেখতে পান। পরে স্থানীয় মমতা বেগম শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহনাজ সুলতানা বলেন, কে বা কারা শিশুাটিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এসময় স্থানীয় মমতা বেগম নামের এক নারী সকালে হাটতে বের হলে বাচ্চাটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত নার্স বাচ্চাটির বুকের নিচের দিকে একটি কাটা দাগ দেখতে পায়। পরে উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, মমতা বেগম নামের এক মহিলা বাচ্চাটিকে পুরনো লুঙ্গির কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সে বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com