
লক্ষ্মীপুরে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা শহরের তমিজ মার্কেটস্থ যুবলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতা-কর্মীরা।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে মিছিলে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুব, যুবলীগ নেতা আবদুল জব্বার লাভলু, আবদুর রাজ্জাক রাসেল, সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে রায়পুর উপজেলা যুবলীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুন্সি, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ম-আহবায়ক কৌশিক সোহেল ও তারেক আজিজ জনি প্রমুখ।
বিবার্তা/সুমন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]