
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের এক কিশোরীকে (১৪) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত মাসুদ মোল্লাকে গ্রেফতার করে সোমবার (৩০ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আর ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।
এ ব্যাপারে আগৈলঝাড়া মডেল থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে রবিবার রাতে আগৈলঝাড়া মডেল থানায় মামলা দায়ের করে। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। মাসুদ একই গ্রামের মৃত মুসা মোল্লার পুত্র। তাকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় এবং ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/জসিম/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]