
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।
উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্তের বিরুদ্ধে থানায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করায় স্থানীয় সরকার, পল্লী উনśয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ২১শে অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত আদেশ দেয়।
এরপর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত হাইকোটে রিট পিটিশন করলে গত ১৮ই নভেম্বর তার সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত হয়েছে। এ আদেশের প্রেক্ষিতে তিনি স্বপদে বহাল থেকে সকল সুযোগ সুবিধা পাবে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত।
তিনি বলেন, আমি রাজনৈতিক কারণে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি। জনগণ আমাকে ভালোবাসে বলেই বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনগণ আমার বড় শক্তি। তাই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
বিবার্তা/মনির/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]