শিরোনাম
শেরপুরে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার পেলো ১১২০ কৃষক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২০, ১৬:৪৩
শেরপুরে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার পেলো ১১২০ কৃষক
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।


এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদ সাদাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমিন, ডি কে আইভি শেরপুর সদরের সভাপতি আব্দুর রশিদসহ আরো অনেকে।


এছাড়া অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, যুগ্ন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


পরে অতিথিরা শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের ১১শত ২০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।


বিবার্তা/মনির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com