শিরোনাম
গৌরীপুরে পাকা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২০, ২০:৫৫
গৌরীপুরে পাকা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি সংরক্ষণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে পাকাকরণ করা হচ্ছে স্থানীয় ছয় শহীদ বীর মুক্তিযোদ্ধার কবর।


শনিবার মুক্তিযোদ্ধা কবরাস্থানে শহীদ আনোয়ার হোসেন মনজুর প্রতিকি কবর স্থাপনের মধ্য দিয়ে গৌরীপুরে সরকারের এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ কবর পাকাকরণের কাজ সম্পন্ন হবে।


গৌরীপুরে যাদের কবর পাকাকরণ হবে তারা হলেন গৌরীপুর পৌর শহরের শহীদ মনজু সড়ক এলাকার শহীদ আনোয়ারুল ইসলাম মঞ্জু, এ উপজেলার গিধাউষা গ্রামের শহীদ সিদ্দিকুর রহমান, পাছার গ্রামের শহীদ আব্দুল হাই, বাঙ্গুরিহাটা গ্রামের শহীদ আনোয়ারুল ইসলাম, লক্ষীপুর গ্রামের শহীদ আব্দুল মজিদ, সানিয়াপাড়া গ্রামের শহীদ সরুজ আলীর কবর। এছাড়া পলাশকান্দা যুদ্ধে শহীদ মতিউর রহমানের কবর ঈশ্বরগঞ্জের খইরাটি গ্রামে পাকাকরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন।


গৌরীপুর মুক্তিযোদ্ধা কবরাস্থানে শহীদ আনোয়ার হোসেন মনজুর প্রতিকি কবর স্থাপনের কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, শহীদ আনোয়ার হোসেন মনজুর ভাই ম. নুরুল ইসলাম, গৌরীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল হেলিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন ও ময়মনসিংহের এস আর এন্টারপ্রাইজ ঠিকাদার আবু বকর রানা।


এসময় মুক্তিযুদ্ধের সকল শহীদ ও প্রয়াত বীর মুক্তিযুদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


বিবার্তা/কবির/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com