শিরোনাম
বোয়ালমারীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২
প্রকাশ : ২১ অক্টোবর ২০২০, ১৫:৪৩
বোয়ালমারীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গাপূজার একদিন আগে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বোয়ালমারী থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।


ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো. আনিসুজ্জামান, থানার ওসি মো. আমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি সুবাস সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডুরামদিয়া গ্রামের কর্মকার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা পূজার এক দিন আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাতনামা ৪/৫ জনসহ একই গ্রামের মো. গাউছ শেখের ছেলে নয়ন শেখ (১৮)কে আসামি করে ওই মন্দিরের সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার বাদী হয়ে ২১ অক্টোবর বুধবার দুপুরে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১।


পুলিশ নয়ন (১৮) এবং রাজু (২৫) নামে দুই জনকে আটক করেছে।


এ ব্যাপারে কুন্ডুরামদিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ চন্দ্র কর্মকার বলেন, আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


বোয়ালমারী থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, পাশের নিপেন মালোর বাড়ির কালী প্রতিমা গত ১৯ অক্টোবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।


বিবার্তা/মিলু/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com