শিরোনাম
মুন্সীগঞ্জে ১ লাখ ৬৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫১
মুন্সীগঞ্জে ১ লাখ ৬৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২সপ্তাহ ব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয় কনফারেন্স কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জনান জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।


এবারের ক্যাম্পেইনে জেলার ৬টি উপজেলায় ১৬শ’ ৩৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৪৭৫ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬৯ হাজার ৪৮৪ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।


সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সভাপতিত্ব ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দেবরাজ মালাকারের সঞ্চালনায় ওরিয়েন্টেশন সভায় অংশ নেয় বিভিন্ন ইলেক্ট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত জেলার সাংবাদিকবৃন্দ।


এছাড়াও সভায় ভিটামিন এ ক্যাপসুল এর প্রয়োজনীয়তার বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। পাশাপাশি করোন সচতনতা ও ক্যাপসুল নিয়ে গুজবে বিভ্রান্ত হওয়ার আহবান জানানো হয়।


বিবার্তা/তারিকুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com