শিরোনাম
উলিপুরে তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্ব হারাচ্ছে মানুষ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৩
উলিপুরে তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্ব হারাচ্ছে মানুষ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে বজরা ইউনিয়নে খরস্রোতা তিস্তা নদীর তীব্র ভাঙনে গত ২৪ ঘন্টার ব্যবধানে ১টি মসজিদ, ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ হাজার ফুট পাকা রাস্তা ও অর্ধশতাধিক বাড়ি-ঘর নদী ঘর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা নামে মাত্র বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করলেও তা কোন কাজে আসছে না।


স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আগে-ভাগে পাউবো‘র প্রকৌশলীরা কোনো পদক্ষেপ গ্রহন না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে, সর্বস্ব হারিয়ে ভাঙন কবলিত পরিবারের মানুষজন বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন এলাকায় আশ্রয়ের জন্য ছোটাছুটি করছে। ঘর-বাড়ি হারা সর্বশান্ত মানুষের আহাজারীতে এলাকার বাতাস যেন ভারী হয়ে উঠছে। এছাড়াও গত চার দিনের ব্যবধানে ওই এলাকার প্রায় দেড় শতাধিক বসত-বাড়ি, আবাদী জমিসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে গেছে।


রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর বজরা এলাকায় গিয়ে দেখা গেছে, কাশিম বাজার- উলিপুর সড়কের চর বজরা এলাকার পাকা সড়কের প্রায় ১ হাজার ফুট রাস্তার বেশিরভাগ অংশ নদীতে দেবে গেছে। এর আগে রাস্তার পশ্চিমাংশে টেপরির মোড় এলাকায় তিস্তা নদীতে আকস্মিক ভাঙন শুরু হলে মাত্র চার দিনের ব্যবধানে প্রায় দেড় শতাধিক ঘর-বাড়ি, আবাদী জমি সহ চর বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলা নকিয়ার পাড়া জামে মসজিদ, সাদুয়া পাড়া জামে মসজিদ, বন্যা নিয়ন্ত্রন বাঁধ, উলিপুর-কাশিম বাজার পাকা সড়কের ১ হাজার ফুট নদীতে চলে গেছে।


বর্তমানে উলিপুরের সাথে কাশিমবাজার এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেপরির মোড় এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শিক্ষক মজিবর রহমান,বকুল মিয়া, বন্দে আলীর পাকা বাড়ি নদীর কিনারায় ভাঙনের অপেক্ষায় রয়েছে।


এছাড়াও চর বজরা লাগোয়া পার্শ্ববর্তি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাশিম বাজার এলাকার নাজিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাজিমাবাদ উচ্চ বিদ্যালয়,নাজিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়,নাজিমাবাদ আলিম মাদরাসা, কাশিম বাজার উচ্চ বিদ্যালয়, ২টি মসজিদ সহ সরকারি-বেসরকারী কয়েকটি পাকা অবকাঠামো ও বিশাল জনবসতি পূর্ন এলাকা ও আবাদি জমি নদীর তীব্র ভাঙ্গনে চরম হুমকির মুখে রয়েছে।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম মুঠোফোনে জানান, জেলার ১‘শ টি এলাকায় ভাঙনরোধে জরুরী কার্যক্রম চলছে, শুধু চর বজরা-কাশিম বাজার নিয়ে পড়ে থাকলে হবে না। ভাঙন রোধে ১০ হাজার জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং চলছে। প্রয়োজনে আরো ডাম্পিং করা হবে বলে জানান এ কর্মকর্তা।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com