
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও পিকআপ চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দোকানের জন্য মালামাল আনতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মিরসরাই পৌর বাজারের মুনতাহা টাইলসের স্বত্বাধিকারী মনোয়ার উদ্দিন রনি (৩৪) ও পিকআপচালক মামুন (৩২)।
রনির চাচা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় দোকানের জন্য মালামাল কিনতে পিকআপে করে ফেনী যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে পিকআপ দুমড়েমুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই দুইজনের দুইজনের মৃত্যু হয়। রনির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান, হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়তে নিয়ে যাওয়া হয়েছে।
ফাজিলপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মালেক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]