
সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাফি আহমদ (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহ আলম (২০) নামের আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই ফ্রিজের মেকানিক।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, রাফি ও শাহ আলম মোটরসাইকেল নিয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিলেন। ট্রাকটিও ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি ট্রাকেটিকে অতিক্রম করতে গেলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী ছিটকে পড়েন।
মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা রাফি ও শাহ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন। তিনি হাওয়াপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
ওসি জানান, স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে রাফি আহমদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশকে খবর দেয়।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]