
টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু ওই গ্রামের লাভলু মিয়ার মেয়ে খুশি (৪) ও মগড়া গ্রামের সিদ্দিকের ছেলে আবির (৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সঙ্গে গিলাবাড়ী তার নানার বাড়িতে বেড়াতে আসে আবির। দুপুরের দিকে সে তার মামাতো বোন খুশির সঙ্গে বাড়ির সামনে খেলা করছিলো। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে আবির ও খুশি ডুবে যায়।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শুকুর মাহমুদ ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/তোফাজ্জল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]