শিরোনাম
বগুড়ায় করোনা আক্রান্ত আরো ৫০
প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ২২:০৪
বগুড়ায় করোনা আক্রান্ত আরো ৫০
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় করোনাভাইরাসে আরো ৫০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৭৩৭ জন আক্রান্ত হলেন।


বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জেলার করোনা পরিস্থিতি নিয়ে সকাল ১১টায় অনলাইনে ব্রিফিং করেন বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। তিনি বুধবার জুলাই দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৬১ নমুনার ফলাফল বিশ্লেষণ করেন।


ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৭ জন সুস্থ হয়েছেন। ওই সময়ের মধ্যে আর কারও মৃত্যু হয়নি। ফলে সুস্থতার সংখ্যা বেড়ে ৩ হাজার ১৯১ জনে উন্নীত হয়েছে। আর এ পর্যন্ত মারা গেছেন ১০২ জন।


ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩৪ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৭৩টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ১৬ জনের।


ডা. ফারজানুল ইসলাম আরো জানান, নতুন করে করোনায় আক্রান্ত ৫০ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদের নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজন হলে তাদের হাসপাতালে যেতে বলা হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com