শিরোনাম
চলনবিলের একটি মানুষও অনাহারে থাকবে না: পলক
প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ২০:৩৯
চলনবিলের একটি মানুষও অনাহারে থাকবে না: পলক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বন্যায় ক্ষতিগ্রস্থ নাটোরের চলনবিলের একটি মানুষও অনাহারে থাকবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।বুধবার (২৯ জুলাই) প্রতিমন্ত্রী বন্যাকবলিত নাটোরের সিংড়ায় কয়েকটি এলাকায় ত্রান বিতরণ কালে এসব কথা বলেন ।


এবারের বন্যায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের মানুষ এখন পানিবন্দি এবং সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল ও প্রায় এক'শ পুকুরের মাছ ভেসে গেছে। বন্যার্ত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন বাঁধ রক্ষায় নানা রকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরে তিনি আত্রাই নদী তীরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের নির্দেশ দেন।


এসময় সিংড়া উপজেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,কলম ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম চুনু প্রমুখ তার সাথে ছিলেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com