শিরোনাম
সিসিকের স্বাস্থ্য কর্মকর্তাসহ করোনা শনাক্ত আরো ৭৪
প্রকাশ : ২৭ জুলাই ২০২০, ১৬:৪৩
সিসিকের স্বাস্থ্য কর্মকর্তাসহ করোনা শনাক্ত আরো ৭৪
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ বিভাগের আরো ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন ৭৪ জনের ৪৮ জনই সিলেট জেলার বাসিন্দা।


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রবিবার কলেজের ল্যাবে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ২৪ জন আর সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন।


তিনি আরো জানান, সিলেটে শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলার ২০ জন, গোলাপগঞ্জ উপজেলার দুজন, ওসমানীনগর ও দক্ষিণ সুরমার একজন করে রয়েছেন। করোনা আক্রান্তদের সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামও রয়েছেন।


এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রবিবার কলেজের ল্যাবে ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ২৪ জন সিলেট জেলার এবং ২৩ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।


এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৮৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪২১, হবিগঞ্জে ১ হাজার ১১৭ এবং মৌলভীবাজারে ৯১৯ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


বিবার্তা/মনির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com