শিরোনাম
জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
প্রকাশ : ২৬ জুলাই ২০২০, ১৭:০৪
জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অবরিবর্তিত রয়েছে। তৃতীয় দফা পানি স্রোতে জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর টু মহলগিরি মোহাম্মদ গ্রামের একটি ব্রিজ ভেঙ্গে হাজার হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


গত এক মাস ধরে যমুনা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর পানি হ্রাস-বৃদ্ধির ফলে চরম দূভোর্গে পড়েছে বানভাসী এলাকার মানুষ।


গত ২৪ ঘন্টায় ২সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে রবিবার দুপরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১১২সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।


জামালপুরের ৮টি পৌরসভা, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাসহ জেলার ৭টি উপজেলার ৫৯টি ইউনিয়নের ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মানুষ পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন উচুঁ রাস্তা, বাধেঁ আশ্রয় নিয়েছেন।


বিবার্তা/ওসমান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com