শিরোনাম
কোরবানির মাংস বিতরণে মিট ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে ‘‘আমরা রায়পুর’’
প্রকাশ : ২৪ জুলাই ২০২০, ১২:০১
কোরবানির মাংস বিতরণে মিট ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে ‘‘আমরা রায়পুর’’
রায়পুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোরবানী বঞ্চিতদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন “আমরা রায়পুর”। মিটব্যাংকের মাধ্যমে অসহায়দের মাঝে কোরবানির মাংস বিতরণ করবে সংগঠনটি।


‘সামর্থ্যবানদের কোরবানীর মাংস সামর্থ্যহীনদের ঘরে রহমত হিসেবে পৌঁছে যাক’ এই স্লোগানে কুরবানির ঈদের দিন স্বতঃস্ফূর্ত দানের গোশত সংগঠনটির কাছে পৌঁছে দিলে সংগঠনের স্বেচ্ছাসেবকরা তালিকা অনুযায়ী পূর্ব নির্ধারিত কোরবানী বঞ্চিতদের ঘরে ঘরে পৌঁছে দেবে।


এছাড়া কোরবানির ঈদের আগে সম্ভাব্য শেষ গরুর হাঁটের দিন পর্যন্ত সাধারণের স্বতঃস্ফূর্ত অনুদান গ্রহণ করা হবে। পরে সংগৃহীত অনুদানের টাকায় গরু কিনে সেটা ঈদের দ্বিতীয় দিন জবাই করে একইভাবে তালিকা মোতাবেক বিতরণ করা হবে।


নগদ অনুদান পাঠানোর জন্য ‘আমরা রায়পুর’ সংগঠনের ফেসবুক পেইজে দেয়া মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যাবে। এছাড়া সরাসরিও টাকা দেয়া যাবে।


সমাজের সামর্থ্যবানদেরকে এ উদ্যোগে এগিয়ে আসার জন্য ‘আমরা রায়পুর’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


উল্লেখ্য, সংগঠনটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সামাজিক সংগঠন হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com