শিরোনাম
জামালপুরে ত্রাণের জন্য বন্যা দূর্গতদের হাহাকার
প্রকাশ : ১৯ জুলাই ২০২০, ১৫:০৪
জামালপুরে ত্রাণের জন্য বন্যা দূর্গতদের হাহাকার
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে,তবে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ত্রাণের জন্য চলছে হাহাকার। বন্যা কবলিত এলাকা নৌকা দেখলেই মানুষ ছুটে আসছে ত্রাণের জন্য।


জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকলেও তা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বন্যা কবলিত এলাকার জনপ্রতিনিধিরা। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ১৯ সেন্টিমিটার কমে রবিবার সকালে বিপদসীমার ৯২সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।


এদিকে ইসলামপুর ও দেওয়ানগঞ্জের সদরসহ জেলার ৭টি উপজেলার ৮টি পৌরসভায় ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দ হয়ে জীবন যাপন করছে। চরম দূভোর্গে পড়েছে এসব বানভাসী মানুষ।


জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা নায়েব আলী জানান, জেলার ৭ উপজেলায় ৯ লাখ ৮৭ হাজার ৫১ জন মানুষ বন্যা কবলিত হয়েছে। সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ৭৮৪ টন চাল, শুকনো খাবার বাবদ নগদ ১৯ লাখ টাকা ও গো খাদ্য বাবদ ২ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


বিবার্তা/ওসমান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com