শিরোনাম
বেগমগঞ্জে ৩০ মেট্রিক টন গম জব্দ
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ০৯:০০
বেগমগঞ্জে ৩০ মেট্রিক টন গম জব্দ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ক্রয়কৃত ত্রিশ মেট্রিক টন সরকারি গম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়।


এ ঘটনায় গোডাউনটি সিলগালা ও প্রতিষ্ঠানের পরিচালকের ছেলে মো. মাসুমকে (৩২) আটক করা হয়েছে।


রবিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।


এনএসআই নোয়াখালী জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের ডিডি এ বি এম ফারুকের নেতৃত্বে চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল মালেকের গোডাউনে অভিযান চালানো হয়।


এ সময় গোডাউনে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গমগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গম ও ঘটনায় জড়িত থাকায় আটক মাসুমকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।


অভিযানে সহযোগিতা করেন, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সারোয়ার কামাল, থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীসহ পুলিশ ও আনসারের সদস্যরা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com