শিরোনাম
দৌলতপুরের ইউএনও করোনায় আক্রান্ত
প্রকাশ : ১২ জুলাই ২০২০, ২১:৩৩
দৌলতপুরের ইউএনও করোনায় আক্রান্ত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার করোনা আক্রান্ত হয়েছেন।


রবিবার (১২ জুলাই) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে এ তথ্য জানা যায়। তিনিসহ গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় নতুন করে ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৬ জন।


কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারল ইসলাম রোববার রাতে জানান, আজ জেলার ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ টি নমুনা পজেটিভ আসে।


আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২১ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, খোকসা উপজেলায় ৩ জন ও মিরপুর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৬ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে দৌলতপুরের ইউপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার রয়েছেন।


তিনি জানান, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। গত শুক্রবার জ্বর অনেকটা বেড়ে যায়। এরপর গতকাল শনিবার তিনি পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে নমুনা পাঠান। আজ রোববার রাতে তিনি জানতে পারেন তার রিপোর্ট পজিটিভ এসেছে।


শারমিন আক্তার জানান, বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন, সামান্য গা গরম এর সাথে সর্দিভাব আছে।


এদিকে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৬৩ জন রোগী।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com