শিরোনাম
পঞ্চগড়ে আর্থিক আনুদানের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি
প্রকাশ : ০৮ জুলাই ২০২০, ১৫:৩৮
পঞ্চগড়ে আর্থিক আনুদানের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনার মহামারি দূর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ সর্তে ঋণের দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কিন্ডারগার্টেন শিক্ষকরা।


বুধবার (৮ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষকেরা বলেন, জেলার মোট ৯০ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৯০০ জন শিক্ষক গত ৪ মাস থেকে আর্থিক সংকটের কারণে মানবেতর জীবন যাপন করছে।


অবস্থান কর্মসূচিতে বক্তারা ১০ দফা দাবি তুলে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।


কর্মসূচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আহব্বায়ক জিল্লুর রহমান, যুগ্ন আহব্বায়ক দিলিপ কুমার সরকার, সয়েব আলী সবুজ, সায়েনাজ কবির মিন্টু ও সদস্য সচিব আরিফ আল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।


বিবার্তা/বিপ্লব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com