শিরোনাম
সিলেটে করোনা আক্রান্ত আরো ১০৯
প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ০৮:৫৯
সিলেটে করোনা আক্রান্ত আরো ১০৯
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট বিভাগে নতুন করে আরো ১০৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৭ জন সিলেট জেলার এবং ৩২ জন সুনামগঞ্জের বাসিন্দা।


এছাড়া ঢাকার ল্যাব থেকে সিলেটের আরো ২০ জনের করোনা সনাক্ত আসে। এরমধ্যে কোন জেলার কতজন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫৬ জনে।


শুক্রবার (০৩ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়।


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আক্রান্তদের ৬ জন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার, বাকিরা সব সিলেট মহানগর ও সদর এলাকার।


এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ৩২ জন সুনামগঞ্জের ও ৪ জন সিলেট জেলার।


বিভাগের আক্রান্তের মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৭৩৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৯ জন, হবিগঞ্জে ৭২২ জন এবং মৌলভীবাজারে ৫০৬ জন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com