শিরোনাম
লামায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বড়ুয়া দম্পত্তি
প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৪:১৪
লামায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বড়ুয়া দম্পত্তি
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামায় করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও শ্রমজীবিদের পাশে দাঁড়ালেন উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী গগন মাষ্টার পাড়ার বাসিন্দা মহেন্দ্র বড়ুয়া ও তার সহধর্মীনি সেফালি প্রভা বড়ুয়া।


মঙ্গলবার (৩০ জুন) দুুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত তহবিল থেকে বাড়ির আশপাশের দুস্থ ৫০ পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, সাবান, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।


এদিকে খাদ্য সামগ্রী পেয়ে দারুন খুশি মাইক্যচিং মার্মা, মাইঞো চিং মার্মা, মাসানু মার্মা, জয়নব বেগম ও আমেনা বেগম।


তারা বলেন, করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘ দিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে কস্টে দিন কাটাচ্ছি। এই মুহুর্তে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করায় মহেন্দ্র বড়ুয়া দম্পত্তিকে অনেক অনেক ধন্যবাদ জানাই।


এ বিষয়ে মহেন্দ্র বড়ুয়া বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ আজ মানুষের জীবনকে মহাসংকটে ফেলে দিয়েছে। এ মহুর্তে কর্মহীন ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব; এদিক চিন্তা করে এ সংকটময় মুহূর্তে ওইসব মানুষের কথা চিন্তা করে মানবিক সহায়তা হিসেবে এ খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ নেয়া হয়।


বিবার্তা/আরমান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com