শিরোনাম
নেত্রকোনায় অবৈধ ও নকল ঔষধসহ আটক ১
প্রকাশ : ২৭ জুন ২০২০, ১০:৫৩
নেত্রকোনায় অবৈধ ও নকল ঔষধসহ আটক ১
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নেত্রকোনা জেলা শহরের আনন্দ বাজার এলাকায় বৃহস্পতিবার আলভী মেডিকেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ, মেয়াদ উত্তীর্ণ ও নকল ঔষধ জব্দ এবং ঔষধ বিক্রেতা জুয়েলকে আটক করেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নেত্রকোনার উপ-পরিচালক মো. তৌফিকুর রহমানের নির্দেশে এনএসআই-এর ফিল্ড অফিসার মো. আশরাফুল আলম ও পর্যবেক্ষক কামরুজ্জামান রনির নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় আলভী মেডিকেল হল নামক ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে।


এসময় বিপুল পরিমাণ অবৈধ ঔষধসহ ৩৫ রকমের মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও নকল ঔষধ জব্দ এবং দোকান মালিক জুয়েলকে (৩৫) আটক করা হয়। জুয়েল পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার নারায়নপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকায় বসবাস করে আসছেন।


পরে আটক জুয়েলকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com