শিরোনাম
জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত
প্রকাশ : ২৪ জুন ২০২০, ১১:২৮
জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম মিন্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।


বুধবার (২৪ জুন) ভোররাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু জয়পুরহাটের উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।


এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শুটার গান, ৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, এক হাজার ২০০ পিস ইয়াবা ও ৫০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযান চলকালে ভোররাতে উপজেলার রতনপুর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। র‌্যাবের পাল্টা গুলি বর্ষণে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও মিন্টু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।


নিহত মিন্টুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, অপহরণ, বিজিবি ও পুলিশের ওপর হামলাসহ ১৯টি মামলা রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com