শিরোনাম
পূর্ব রাজাবাজারে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে
প্রকাশ : ২৩ জুন ২০২০, ১৭:১৮
পূর্ব রাজাবাজারে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পূর্ব রাজাবাজারে চলমান লকডাউন আরো সাত দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।


মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে পূর্ব রাজাবাজারে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ কর্মসূচি উদ্বোধন কালে তিনি এ কথা জানান।


আতিকুল ইসলাম বলেন, ‘পূর্ব রাজাবাজারে যে লকডাউন ঘোষণা করা হয়েছিলে সেটি আজ রাত ১২টায় ১৪দিন পূর্ব হবে। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে আমার কথা হয়েছে। নিয়ম অনুযায়ী এটিকে ২১ দিনে রাখতে হবে। তাই আমরা পূর্ব রাজাবাজারে লকডাউনের সময় আরো সাত দিন বাড়িয়েছি।


প্রাথমিকভাবে পূর্ব রাজাবাজার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছিল। তখন বলা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লকডাউন বাড়িয়ে ২১ দিন করা হবে। এরই ধারাবাহিকতায় লকডাউন বাড়ানো হলো।


জানা গেছে, লকডাউনের আগে এ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ছিলেন ৩৯ জন। লকডাউনের পর এই কয়দিনে আরো অনেকে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com