শিরোনাম
লামায় ইউপি চেয়ারম্যান-পুলিশসহ করোনায় আক্রান্ত ৬
প্রকাশ : ১৯ জুন ২০২০, ১১:৪৩
লামায় ইউপি চেয়ারম্যান-পুলিশসহ করোনায় আক্রান্ত ৬
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মো. জসিম উদ্দীন, থানা পুলিশের সদস্যসহ ৬ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।


শুক্রবার (১৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা বাড়লো ১৯ জনে। এর মধ্যে ১২জন সুস্থ হয়েছে বাড়ী ফিরেছেন। ১ জন আইশোলেশনে ও বাকীরা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।


তিনি জানান, আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, থানার পুলিশের সদস্য নুর হোসেন ও হাসানুজ্জামান, এনজিও ব্র্যাকের স্টাফ মিজানুর রহমান ও স্থানীয় রাজবাড়ী গ্রামের বাসিন্দা আবুল হাসেম নমুনা দেওয়ার পর পরীক্ষার জন্য পাঠানো হয়।


বৃহস্পাতিবার দিনগত রাতে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। করোনা রিপোর্ট পজেটিভ হলেও বর্তমানে তারা মোটামুটি সুস্থ আছেন। ১৪দিন পর পরীক্ষার জন্য পূণরায় তার নমুনা সংগ্রহ করা হবে।


এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এডাতে আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ও হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com