শিরোনাম
অসুস্থ্য নারীর পাশে দাঁড়ালেন ইউএনও
প্রকাশ : ১৫ জুন ২০২০, ২৩:৪৭
অসুস্থ্য নারীর পাশে দাঁড়ালেন ইউএনও
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘রাত ৮.৩০ মিনিট। হঠাৎ মোবাইলে একটি কল এলো। কল পেয়েই ছুটে গেলাম সেখানে। বন্ধ দোকানঘর। পাশে অবচেতন অবস্থায় অন্ধাকারে শুয়ে আছে এক নারী। প্রশ্ন করলাম নাম কি, বাড়ি কোথায়? কোন উত্তর পেলাম না। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলাম।’ এভাবেই অসুস্থ্য নারীর কথা বলছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।


সোমবার (১৫ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কৃষ্ণপুর মোড়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অসুস্থ্য ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অসুস্থ্য নারীর মাথায় ব্যান্ডিস করা আছে। তিনি শারিরীকভাবে খুবই দুর্বল। কোনো কথা-বার্তা বলতে পারছেন না। তবে ইশারায় সাড়া দিচ্ছেন। তার চিকিৎসার সকল ব্যয়ভার ইউএনও স্যার বহন করবেন বলে জানিয়েছেন।


এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, অসুস্থ্য নারীর চিকিৎসাসহ সুস্থ্য হওয়ার জন্য সার্বিকভাবে সকল সহায়তা করা হবে। সুস্থ্য হলেই ওই নারীর পরিচয় ও বিস্তারিত বিষয় জানা যাবে।


এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের তানোর উপজেলা কর্মকর্তা ফেরদৌস জামান।


বিবার্তা/অসীম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com