শিরোনাম
সুনামগঞ্জে একদিনে ৪৭ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ১৫ জুন ২০২০, ০৯:৫১
সুনামগঞ্জে একদিনে ৪৭ জনের করোনা শনাক্ত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জে নতুন করে আরো ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১৪ জুন) রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জন।


জানা যায়, রবিবার রাতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটিপিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ২২৫টি নমুনা পাঠানো হলে সেখান থেকে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে শনাক্ত হওয়া ৪৮ জনের মধ্যে একজন সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা।


নতুন আক্রান্ত ৪৭ জনের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, ছাতক উপজেলায় ১৬ জন, জগন্নাথপুর উপজেলায় ১৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ২ জন, শাল্লা উপজেলায় একজন এবং তাহিরপুর উপজেলার একজন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১ জন এবং মারা গিয়েছেন ৪ জন।


সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, নতুন করে আরো ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়িতেই আইসোলেশনে রাখা হবে এবং তাদের সংস্পর্শে আসা সবার হোম কোয়ারেন্টাই এবং নমুনা সংগ্রহ করা হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com