শিরোনাম
বকেয়ার দাবিতে ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশ : ১২ জুন ২০২০, ১৫:০৯
বকেয়ার দাবিতে ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০১৭ ও ১৮ অর্থ বছরের বিজিএমসি, আমিন জুট ও স্ট্যান্ট জুট মিলের কাছে পাট বিক্রির বকেয়া পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার ক্ষুদ্র পাট ব্যাবসায়ীরা।


বৃহস্পতিবার (১১ জুন) ঠাকুরগাঁও রোড এলাকায় ক্ষুদ্র পাট ব্যাবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনসহ বিক্ষোভে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।


এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার ক্ষুদ্র পাট ব্যাবসায়ী সমিতির আহ্বায়ক মোহা: মোস্তফা কামাল, পাট ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, এসএম কুদ্দুস, সালাউদ্দীন, নারায়ন সাহা ও তোজাম্মেল।


ক্ষুদ্র পাট ব্যাবসায়ী সমিতি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আহ্বায়ক মোহা. মোস্তফা কামাল অভিযোগ করেন, তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে স্থানীয়ভাবে কয়েক হাজার কৃষকের কাছ থেকে নগদ অর্থে পাট ক্রয় করে ২০১৭ ও ১৮ অর্থ বছরের বিজিএমসি, আমিন জুট ও স্ট্যান্ট জুট মিলের কাছে বাকিতে প্রায় ৩০ কোটি টাকার পাট সরবরাহ করেন।


একাধিক বার সেই পাওনা টাকার জন্য বিজিএমসিসহ অন্যান্য মিলে তাগিদ দিলে তারা কয়েক দফায় কিছু টাকা পরিশোধ করেন। কিন্তু এখন পর্যন্ত বকেয়া প্রায় দশ কোটি টাকা পরিশোধ করতে তারা টালবাহানা শুরু করেছে।


এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবগত করা হলেও পাওনা টাকা আদায়ের বিষয়ে কোন সুরাহা হচ্ছে না। তাই সোনালী আঁশ পাটকে টিকিয়ে রাখতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।


এ অবস্থায় পাওনা টাকা আদায় না হলে পরিবার পরিজন নিয়ে তাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেও জানান তারা।


বিবার্তা/বিধান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com