শিরোনাম
সীতাকুণ্ড করোনা উপসর্গ নিয়ে পুলিশসহ ৩ জনের মৃত্যু
প্রকাশ : ০৭ জুন ২০২০, ০৯:১৪
সীতাকুণ্ড করোনা উপসর্গ নিয়ে পুলিশসহ ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক পুলিশসহ তিনজন মারা গেছেন।


নিহতরা হলেন- ৪৫ বছর বয়সী পুলিশের এসআই মো. একরামুল ইসলাম, ৫০ বছর বয়সী শাহ আলম এবং ৫৫ বছর বয়সী পঙ্কজ দাশ।


সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্য, অন্যজন শ্রমিক। পুলিশ অসুস্থ হওয়ার খবর পেয়ে এক চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষার পর তিনি মারা গেছেন। তিনি বেশ কিছু দিন ধরে জ্বর-সর্দি-শ্বাসকষ্টে ভুগছিলেন।


অন্যদিকে আরো একজনের মৃত্যুর বিষয়ে বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী জানান, সকালে করোনা উপসর্গ নিয়ে পঙ্কজ দাশ নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি মিরসরাইয়ে। এখানে একটি কারখানায় চাকরি করেন তিনি। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার বাড়ি লকডাউন করা হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com