শিরোনাম
পঞ্চগড়ে বাস কাউন্টারে স্বাস্থ্যবিধি মানতে সতর্কতা
প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৭:৩৫
পঞ্চগড়ে বাস কাউন্টারে স্বাস্থ্যবিধি মানতে সতর্কতা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে দূর পাল্লার বাস ও কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টারের লোকদের সতর্ক করেছেন সহকারী কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারহানা নাসরিন।


বুধবার (৩ জুন) দুপুরে শহরের সকল নৈশ্য কোচ কাউন্টার, বাস টার্মিনাল, বিআরটিসি কাউন্টার এবং ইজিবাইক চালকসহ পথচারীদের মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানা বিষয়ে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।


এসময় কাউন্টারের মালিকদের জনান, করোনা ভাইরাসের কারনে মাস্ক না পড়লে এবং স্বাস্থ্যবিধি মেনে গাড়ি না চালাতে, অতিরিক্ত ভাড়া আদায় করলে ছয় মাসের জেল অথবা এক লাখ টাকা অর্থদণ্ড করা হবে।


সরকারের নির্দেশনা মেনে গাড়ি পরিচলানা করতে হবে এমন ঘোষনার পর পঞ্চগড় জেলা প্রশাসন প্রথমবারের মত জেলার বাস কাউন্টার, ও সাধারন পথচারীদের মাঝে সচেতনতামূলক অভিযান পরিচলানা করেন। অভিযান পরিচালনা কালে তিনি আরো জানান, কেউ যদি এই আইন বাস্তবায়নে বাধা প্রদান করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তিন মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে বলে জানানো হয়।


উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পারে সে কারণে প্রায় আড়াইমাস সব ধরণের যানচলাচল বন্ধ ঘোষনা করে সরকার। তারই ফলশ্রুতিতে গত ১ জুন হতে দূরপাল্লার বাসসহ গণ পরিবহন চালু করা হয়।


অভিযান পরিচলানা কালে বিআরটিএ এর পরিদর্শক উত্তম কুমার দেব শর্মাসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com